নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য গত মাসে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট সংগঠকদের নিয়ে জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব)। তাদের উদ্যোগে তহবিল গঠনের পর এবার সেই তহবিল থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে কোয়াব।
‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে এই কার্যক্রম পরিচালিত হবে রোববার দুপুর ১২টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে। এই কার্যক্রমে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান, নেট বোলার, টিম বয়সহ ক্রিকেট সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্থ অবস্থার মধ্যে আছেন, তাদের সহযোগিতা দেয়া হবে। এ ধারাবাহিকতায় একাডেমি মাঠে উপস্থিত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হবে। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অন্যদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কোয়াব।
কোয়াবের এই কার্যক্রম পরিচালিত হবে সংগঠনটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয় এবং সহ-সভাপতি ও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।