Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক মুন্নার পিতার দাফন সম্পন্ন

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এবং খুলনা প্রেসক্লাবের সদস্য ও বাংলানিউজের খুলনা অফিস ইনচার্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্নার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ খান (৮০) ইন্তিকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে খুলনা মহানগরীর ১৩/২ তালতলা মসজিদ রোডের ছোট ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ খান স্থানীয় বিভিন্ন স্কুল-মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা। মৃত্যুর আগ পর্যন্ত স্থানীয় মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। শুক্রবার বাদ জুম্মা উত্তর কুমারিয়া জোলা বাইতুস সালাম জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক করব স্থানে দাফন করা হয়। সাংবাদিক মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন-খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা এবং সাবেক সভাপতি এবং দৈনিক ইনকিলাব খুলনা ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা এটিএম রফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক মুন্নার পিতার দাফন সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ