Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশীল সমাজের নেতৃত্বে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভালো কাজে বাধা ভুলি, ইচ্ছাটাকে জাগিয়ে তুলি, আসুন পরিস্কার পরিচ্ছন্ন রাখি, সুন্দর কল্যাণপুর গড়ি’ এই সেøাগান নিয়ে শুক্রবার সকালে রাজধানীর পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়। গতকাল শুক্রবার দীর্ঘ কল্যাণপুরে এক ঘন্টার এই অভিযানে মীর মোহাম্মদ জসিমের নেতৃত্বে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সকাল দশটায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা র‌্যালি ও পথসভা করে কল্যাণপুর এলাকাকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকলকে সচেতন করেন। এসময় প্রতিটি দোকানে ময়লা-অবর্জনা ফেলার জন্য প্লাস্টিকের বাস্কেট বিতরণ করা হয়। দোকানের সামনে ও রাস্তায় ময়লা না ফেলার জন্য দোকান মালিক ও কর্মচারীদের সচেতন করা হয়। স্থানীয় বাসিন্দাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ জানানো হয়। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুশীল সমাজের নেতৃত্বে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ