Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা ৫০-৬০ জন দুষ্কৃৃতিকারীকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জন দুষ্কৃতিকারীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর জামিনে মুক্তিলাভ নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে বলে জানান ওসি। প্রসঙ্গত; গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে গেলে কারারক্ষীরা ছাত্রলীগের ফেলে যাওয়া প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করেন। কারারক্ষীদের হামলায় সিলেটের ৫ ফটো-সাংবাদিক আহত হন। দুই ফটো-সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ