Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সংঘর্ষ থামাতে গিয়ে থানার তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। জানা যায়, গত বুধবার বাজারের একটি চায়ের দোকানে চাল ব্যবসায়ী ইস্রাফিল ও গোবিন্দর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কুসুমদি গ্রামের দাউদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জন বিক্ষুব্ধ ইস্রাফিল মোল্লার চালের দোকানে হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. খলিলুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম ও উপ-পরিদর্শক মো. সাহেব আলী আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দাউদ হোসেন (৪৬) ও তার ছেলে আশিকুর রহমানকে (২০) আটক করে। আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম জানান, হাতাহাতির ঘটনা ঠেকাতে গিয়ে তিন পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ ঠেকাতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ