Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় বটতলী হাজি ঈমাম শপিং সেন্টারসহ স্বাস্থ্য বিধি না মানা সব মার্কেট বন্ধ করল প্রশাসন

আনোয়ারা (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৬:৪৩ পিএম

আনোয়ারায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিধি না মেনে বিভিন্ন মার্কেটে ক্রেতাদের জনসমাগম ঘটায় উপজেলার চাতরী , বন্দর সেন্টার ও বটতলী রুস্তম হাট এলাকায় বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়। দৈনিক সাঙ্গু পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসা শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার(ভূমি) তানভীর আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানাযায়, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান,গণ পরিবহনের পাশাপাশি শপিংমল ও দোকান পাট বন্ধ ঘোষণা করেন। গত ১০ ই মে সীমিত আকারে ১২ শর্তে শপিং মল খোলার অনুমতি দেয়। এসময় শপিং মল গুলোকে স্বাস্থ্য বিধি মানার কটোর হুশিয়ারি দেয়। এর পর আনোয়ারার বটতলী হাজী ঈমাম শপিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেও গত ১১ মে খোলে দেয়। এতে করে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসা শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার(ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার চাতরী চৌমহনী মা মার্কেট, আমিন শপিং কমপ্লেক্স, আবুল হোসেন মার্কেট, বন্দর সেন্টারে ইত্যাদি শপিং সেন্টার ও বটতলী হাজী ঈমাম শপিং সেন্টার সরকারি বিধি না মানা ও শারীরিক দূরত্ব বজায় না রাখায় বন্ধ করে দেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানায়, সরকারি বিধি না মানা ও শারীরিক দূরত্ব বজায় না রাখায় উপজেলার চাতরী চৌমহনী মা মার্কেট, আমিন শপিং কমপ্লেক্স, আবুল হোসেন মার্কেট, বন্দর সেন্টারে ইত্যাদি শপিং সেন্টার ও বটতলী হাজী ঈমাম শপিং সেন্টার বন্ধ করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ