Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ পরিস্থিতির অবনতি অব্যাহত, নতুন আক্রান্ত ১৩

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১:৪৯ পিএম

দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। শুক্রবার বরিশাল ও পিরোজপুরে আরো ১৩ জন নতুন করে আক্রান্তের মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে ‘কোভিড-১৯’ আক্রান্তের মোট সংখ্যা সরকারী হিসেবে ১৯৮-এ উন্নীত হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে যে ১২ জনের দেহে করেনা ভাইরাস সনাক্ত হয়েছে, তার মধ্যে ১০ জনই মহানগর পুলিশ সদস্য। এদের সকলকেই পুলিশ বিভাগের নিজস্ব আইসোলশন সেন্টারে নিবিড় পর্যবেক্ষন ও চিকিৎসায় রাখা হয়েছে। বিএমপি’র কমিশনার সহ উর্ধতন কর্মকর্তাগন সার্বক্ষনিকভাবে এসব পুলিশ সদস্যের খোজ খবর রাখছেন। আক্রান্ত পুলিশকর্মীগন সকলেই ভাল আছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিন।

এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও বাটাজোড়ে আরো দুজন আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। এরফলে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭১-এ উন্নীত হল। এছাড়া গত ২৪ ঘন্টায় পিরোজপুরে আরো একজন আক্রান্ত হবার মধ্যে দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ জনে উন্নীত হয়েছে। দক্ষিণাঞ্চলে অন্য জেলাগুলোর মধ্যে বরগুনায় ৪০, পটুয়াখালীতে ৩২, ভোলাতে ১০ ও ঝালকাঠীতে ১৮ জন রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ঝালকাঠী, বরগুনা ও বরিশালে আরো ৫জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়ে বিভাগীয় স্বস্থ্য দপ্তর বলছে এরফলে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ৯৮জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেছেন।
তবে শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের গত ২৪ ঘন্টার পরিক্ষায় দক্ষিণাঞ্চলে মোট ১৪ জনরে দেহে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হবার কথা বলা হয়েছে। যার মধ্যে মহানগর পুলিশের দশ সদস্য ছাড়াও জেলার বাটাজোর ও আগৈলঝাড়ার ২জন, পিরোজপুরের নেসারাবাদের ১জন ও পটুয়াখালীর কলাপাড়ার একজন রয়েছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৪৩ জন রোগী ভর্তি হলেও এপর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২১৭জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ