Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিডিবির অফিস না থাকায় ভোগান্তিতে ৪ হাজার গ্রাহক

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাতে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিঃ (ওজোপাডিকে) পিডিবির কোন অফিস নেই। অফিস না থাকার কারণে ৪ হাজার গ্রাহককে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা গেছে, বালিয়াকান্দি উপজেলাতে ওজোপাডিকোর প্রায় ৪ হাজার গ্রাহক রয়েছে। প্রতিমাসে রাজস্ব আদায় হয় ৩০ থেকে ৩২ লাখ টাকা। এ উপজেলার মধ্যেদিয়ে রয়েছে ১১ কেভি লাইন ২০ কি.মি, ৩৩ কেভি লাইন ৩৫ কি.মি, এলটি লাইন ৩৫ কি.মি। ট্রান্সফরমার রয়েছে ৪৫টি। এ উপজেলায় গ্রীষ্মকালে দেড়মেঘাওয়াট ও শীতকালে ১ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বহরপুর সাব স্টেশনে ধারণ ক্ষমতা রয়েছে ৫ মেঘাওয়াট। এখানেও কোন জনবল না থাকার কারণে এটি সম্পূর্ণ অরক্ষিত। বালিয়াকান্দিতে গ্রাহকদের সেবা প্রদানের জন্য কোন আবাসিক প্রকৌশলীর কার্যালয় বা সেবা কেন্দ্র নেই। এতে ৪ হাজার গ্রাহককে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। বালিয়াকান্দি এলাকার ফিডার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী বাপ্পি দাস, লাইন সাহায্যকারী রব্বানী ও পিছরেট মিটার পাঠক ফরহাদ। কোন অফিস না থাকায় পিছরেট মিটার পাঠক ফরহাদ হোসেনের ব্যক্তিগত ঘরকেই বিদ্যুৎ অফিস বলে মানুষ চেনে। সকল ধরনের সমস্যা সমাধানে ফরহাদ হোসেনই সেবা প্রদান করে আসছে। বালিয়াকান্দি অফিস না থাকার কারণে সামান্য সমস্যা হলেই অর্থ খরচ করে গ্রাহকদের দৌড়াতে হয় রাজবাড়ী। এ ভোগান্তি এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের দাবি বালিয়াকান্দিতে আবাসিক প্রকৌশলীর কার্যালয় দ্রুত স্থাপন করে গ্রাহকদের হয়রানি থেকে পরিত্রাণের সুব্যবস্থা করা। বালিয়াকান্দি ফিডার ইনচার্জ শ্রী বাপ্পি দাস জানান, অফিস না থাকার কারণে কাজের সমস্যা হচ্ছে। তারপরও জনবল সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিডিবির অফিস না থাকায় ভোগান্তিতে ৪ হাজার গ্রাহক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ