Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত ডাক্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:৩৩ পিএম

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার বৃহস্পতিবার রাতে বিষয়টি স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৮জন এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কাজে নিয়োজিত ছিলেন ২৭ বছর বয়সী ওই চিকিৎসক। বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকসহ ১৩ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। ওই দিন রাত ১০ টার দিকে পাওয়া ফলাফলে ওই ডাক্তারের শরীরে কনোরা পজেটিভ পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, বৃহস্পতিবার দিন আক্রান্ত ডাক্তারসহ মোট ১৩জনের নমুনা সংগ্রহ করে পাঠালে রাতেই ওই ডাক্তার করোনা আক্রান্ত বলে ফলাফল আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ