Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনার হানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১০:২৯ এএম

করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আর বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার ৬৬ দিন পর এবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আঘাত হানলো করোনাভাইরাস।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্টে বৃহস্পতিবার ২ জন রোহিঙ্গা শরণার্থীর করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা ২ জনই পুরুষ এবং রেজিস্টার্ড রোহিঙ্গা।

তাদের একজন হল-উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। তাকে আইওএম এর ২ নম্বর ক্যাম্পের পশ্চিম ব্লকে স্থাপিত আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

অপরজন হল-কুতুপালং ১নং ক্যাম্পে শরণার্থী। তাকেও তাৎক্ষণিক এমএসএফ এর ওসিআই আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা জানান, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে কোয়ারান্টিনে রাখা হয়েছে। শুক্রবার তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ