মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘করোনাভাইরাস মোকাবেলায় কেন্দ্রের ঘোষণা করা আর্থিক প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুই নেই।’ এমন দাবি করেছেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। লকডাউনে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ওই প্যাকেজ কোন কোন খাতের জন্য বরাদ্দ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
প্যাকেজ নিয়ে কেন্দ্রকে অভিযুক্ত করে চিদম্বরমের তোপ, ‘কেন্দ্রের আর্থিক প্যাকেজ থেকে লক্ষাধিক গরিব ও পরিযায়ী শ্রমিকের কোনও উপকার হবে না। এই আর্থিক প্যাকেজে কিছুই নেই’।
প্যাকেজের বিবরণ দিতে গিয়ে গত বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘গরিবদের জন্য প্যাকেজে ১.৭৫ লাখ কোটি টাকার ব্যবস্থা।’ সীতারমনকে দুষে চিদম্বরমের তোপ, ‘সঙ্কটের নিরিখে সরকারের ঘোষিত নীতি সঠিক নয়।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ২০ লাখ কোটি টাকার প্যাকেজের মধ্যে গত বুধবার মাত্র ৩.৬ লাখ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। এতেই হতাশ কংগ্রেস। প্যাকেজের বাকি টাকা কোন কোন খাতে বরাদ্দ হবে তা দ্রæত জানানোর দাবি তুলেছে কংগ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।