রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় এক আইনজীবীর কাছে চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে জেলার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মৃত মদন মোহন খাঁ’র ছেলে রঘুনাথ খাঁসহ অজ্ঞাত ২/৩ জনকে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী অভিযোগে উল্লেখ করেন, আসামি রঘুনাথ খাঁ একজন শীর্ষ চাঁদাবাজ, পর সম্পদ লোভী, নারী লোভী ও হুমকি প্রদানকারী, বহু মামলার অভিযুক্ত আসামি ও হলুদ সাংবাদিক। গত গত ২০জুলাই সকালে সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণ সরকারি রাস্তার উপর আসামি রঘুনাথ খাঁসহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে জীবনে শেষ করে দেওয়ারও হুমকি দেয় তারা। বাদি আরো জানান, গত ১৮ তারিখে একই আদালতে রঘুনাথ খাঁর বিরুদ্ধে সাতক্ষীরার এক সাংবাদিক একটি মামলা দায়ের করেছেন। এই মামলাটি বাদী পক্ষে তিনি পরিচালনা করায় রঘুনাথ খাঁ ও তার দলবল তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে। মামলা না তুলে নিলে তাকে (রঘুনাথ) ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে মান-সম্মান হানিকরাসহ খুন জখম করারও হুমকি দেয় আসামিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।