Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় সিংহ নদীর সংযোগ খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার শামীম বানু শান্তির নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে শরীফ ম্যানশনের ৪র্থ তলা, অগ্রগামী তাঁতী সমিতি ভবন, খোকনের একতলা ভবন, ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের একটি বর্ধিত মার্কেটসহ ছোট বড় প্রায় ১০টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশসহ এক প্লাটুন পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ গ্রহণ করেন। জানা যায়, রামের কান্দা এলাকায় শতবর্ষের পুরাতন সিংহ নদীর সংযোগ খালের উপর অবৈধভাবে একাধিক প্রভাবশালী ব্যাক্তি অগ্রগামী তাঁতী সমিতি ভবন, ইস্পাহানী বিশ্ব বিদ্যালয় কলেজের বর্ধিত মার্কেট, শরীফ ম্যানশনসহ একাধিক স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবত ফায়দা গ্রহণ করে আসছিল। অগ্রগামী তাঁতী সমিতি ভবনে ছিল ২৪/২৫টি দোকান। এসব দোকানগুলো মোটা অংকের টাকার বিনিময়ে বরাদ্ধ দেয়া হয়েছিল। অপরদিকে ইস্পাহানী বিশ্ব বিদ্যালয় কলেজের বর্ধিত মার্কেটে ছিল শরীফ ফেব্রিক্স, সংগীতা বিউটি পার্লার, আরাফ ফ্যাশন,সালমান ক্লথ ষ্টোর, মেহেদী ফ্যাশনসহ প্রায় ২০টি দোকান। দোকান মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে দোকান বরাদ্ধ দেয়া হয়েছিল। এসব দোকান উচ্ছেদ হওয়ায় দোকান মালিকরা এখন পথে বসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ