Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার চাটমোহরের গুমানী নদীর ছাইকোলা-লাঙ্গলমোড়া ঘাটে ৪৭ বছরেও ব্রিজ নির্মাণ না হওয়ায় জন দুর্ভোগ বেড়েই চলছে। বাঁশের সাঁকোই মানুষের একমাত্র ভরসা। ছাইকোলা ইউনিয়নের গুমানী নদীর ছাইকোলা-লাঙ্গলমোড়া ঘাটে দীর্ঘদিন ধরে ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকোটি প্রতিবছর এলাকার মানুষেরা নির্মাণ করে পারাপার হচ্ছেন। লাঙ্গলমোড়া, বরদানগর, মামাখালী, পুটিগাড়া, মাঝগ্রাম, হান্ডিয়াল, চরনবীন, নবীনসহ বিভিন্ন গ্রামের প্রায় ৬০ হাজার মানুষের চলাচলের জন্য একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় মানুষেরা বর্ষায় নৌকায় এবং শুকনো মৌসুমে বাঁশের চরাটে পারাপার হচ্ছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাদের প্রাণের এই দাবিটি তুলে ধরলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এলাকাবাসী বলেন, নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও ভোটের পর আর তা করা হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ