Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্রিজ না থাকায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে মৃতপ্রায় কাঁচামাটিয়া নদীর উপর একটি সেতুর কারণে দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ব্রহ্মপুত্র নদের শাখানদী কাঁচামাটিয়া পার হওয়ায় এলাকাটি সাঁকোরঘাট নামে পরিচিতি পেয়েছে। সরেজমিন দেখা যায়, বর্তমানে কচুরিপানা জমাট বেঁধে এমনই অবস্থা যে দূর থেকে বোঝার কোনো উপায় নেই এটিই একসময়ের স্রোতস্বিনী কাঁচামাটিয়া। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন মাছুয়াডাঙ্গা, যাদুয়ারচর, লাঠিয়ামারী, খুলিয়ারচর, মমরেজপুর, ঘাগড়া, হাটভুলসোমা, উজানচরনওপাড়া, দেবস্থান ও উচাখিলা এলাকার মানুষকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। সেতুর অভাবে সাঁকো দিয়ে নদী পার হয়ে ওই এলাকার মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচরনওপাড়া প্রাথমিক বিদ্যালয়, চরনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজীবপুর আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়, আব্দুল মতিন আইডিয়াল স্কুল, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভাটিরচরনওপাড়া দাখিল মাদ্রাসা, উচাখিলা কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীদের আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী পারাপারে সাধারণ মানুষকে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সেতু না থাকায় উপজেলার চরাঞ্চলের উৎপাদিত সবজি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, সেতুর অভাবে প্রতিদিন কলেজে আসা-যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ লাঘবে এখানে সেতু নির্মাণ করা জরুরি। নব নির্বাচিত রাজীবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম জানান, সেতু না থাকায় ১০ গ্রামবাসীসহ ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আগামী মাসিক সমন্বয় সভায় বিষয়টি আমি উত্থাপন করব। উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার বলেন, উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিজ না থাকায় দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ