Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাতাসে উড়ছে ট্রাক!

সিজিটিএন | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

এক অদ্ভুত ঝড়ো বাতাসের তান্ডবের ছবি ধরা পড়ল রাস্তার ধারে লাগানো নজরদারি ক্যামেরায়। ঘটনাটি চীনের ইনচুয়ানের। ফুটেজে দেখা যাচ্ছে বাতাসের তোড়ে ট্রাকটি শূন্যে ঘুরে উল্টে গিয়ে রাস্তার পাশেই এক লাইট পোস্টকে ধাক্কা মেরে মাটিতে পড়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
পুরোটাই ঘটাচ্ছে শক্তিশালী বাতাস। ভাইরাল হওয়া ভিডিওতে ১.৮ টনের ওই ট্রাকটিকে এভাবে বাতাসে অসহায় ঝড়ো পাতার মতো পাক খেতে দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।

ট্রাকটি অত ভারী হওয়া সত্তে¡ও কী করে বাতাস ওভাবে পাক খাইয়ে ছুড়ে ফেলে দিল তা ভেবে পাচ্ছেন না নেটিজেনরা। এছাড়াও যেটি আশ্চর্যের, ট্রাকের পিছনে অপেক্ষমাণ গাড়িগুলোকে কিন্তু কোনওভাবেই প্রভাবিত করতে পারেনি বাতাস।

‘ওয়েইবো’ কিংবা ‘মিয়াওপাই’-এর মতো চীনের সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে গেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে বাতাসের তান্ডবে ট্রাকটিকে নাজেহাল হতে হল।
সাংহাইস্ট-এর এক প্রতিবেদনের দাবি, এটা ঝড়ো বাতাসের তান্ডব নয়। এটা সাইক্লোনের দাপট। সৌভাগ্যবশত, ট্রাক চালক সিট বেল্ট পরে থাকায় তার বিশেষ ক্ষতি হয়নি। সামান্য কিছু ক্ষতচিহ্ন ছাড়া তার শরীরে তেমন কোনও ক্ষতি করতে পারেনি সাইক্লোন।

বিশেষজ্ঞরা এখনও বোঝার চেষ্টা করছেন ওই শক্তিশালী বাতাসের পিছনে কী কারণ রয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঝড়ে এভাবেই এক শপিং সেন্টারের বাইরে পার্ক করে রাখা গাড়িগুলোকে পাক খেতে দেখা গিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ