Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় পিটিয়ে হাত ভেঙে দিল প্রতিপক্ষরা, থানায় মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৬:১৩ পিএম

জমি-জমা বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ মজনু মিয়া (৬৩) নামে এক মহরারের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় মঙ্গলবার রাতে আহত মহনু মিয়া বাদী হয়ে দক্ষিণ মিঠাখালী (১নং পৌর ওয়ার্ড) গ্রামের খলিল মিয়ার ছেলে বেল্লাল কে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মহরার মোঃ মজনু মিয়ার সাথে প্রতিবেশী খলিল মিয়ার জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে জনৈক নাসির মিয়ার পুকুরের মাটি কাঁটা দেখার উদ্যেশে রওনা হলে ওঁৎ পেতে প্রতিপক্ষ খলিলের নির্দেশে সন্ত্রাসীরা তাকে এলোপাথারী পিটিয়ে আহত করে ও ডান হাত ভেঙে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিপক্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ