Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মার্কিনিদের মৃত্যুর জন্য দায়ী ট্রাম্প : চমস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারিকে নিজের নির্বাচনী সম্ভাবনা বৃদ্ধিতে ব্যবহার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাজারো মার্কিনির মৃত্যুর জন্য দায়ী করেছেন অধ্যাপক নোয়াম চমস্কি। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই বুদ্ধিজীবী বলেন, এক শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ানক স্বাস্থ্য সংকট সৃষ্টি করেছে করোনা মহামারি। এ সংকটে দেশের উদ্ধারকারীর অভিনয় করে, সাধারণ মার্কিনিদের পেছন থেকে ছুরি মারছেন ট্রাম্প। চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়বেন ট্রাম্প। চমস্কি বলেন, ট্রাম্প প্রশাসন ধনী করপোরেশনগুলোর সুবিধার্থে স্বাস্থ্যসেবা ও সংক্রামক রোগ নিয়ে গবেষণায় অর্থায়ন কমিয়ে দিয়েছে। তিনি বলেন, ট্রাম্প তার মেয়াদের প্রতিবছরই এটা করে আসছেন। প্রতি বছর অর্থায়ন আরো কমাচ্ছেন। তার পরিকল্পনা হচ্ছে, এটা কমাতেই থাকা। জনগণকে যথাসম্ভব ঝুঁকির মুখে ফেলতে যতটুকু করা যায় তার সবটাই করছে। এতে জনগণ ভুগলেও ধনী ও করপোরেট শক্তিগুলোর জন্য তা লাভবান হবে। চমস্কি আরো বলেন, ভাইরাস মোকাবিলার দায়িত্ব রাজ্যের গভর্নরদের কাছে ছেড়ে দিয়ে নিজের কাজে ফাঁকি দিয়েছেন ট্রাম্প। এটা অনেক মানুষকে মারার ও তার নির্বাচনী সম্ভাবনা বাড়ানোর খুবই কার্যকরী এক কৌশল। তিনি ট্রাম্পকে হাজারো মার্কিনির মৃত্যুর জন্য দায়ী মনে করেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে চমস্কি বলেন, হ্যা, কিন্তু মূল ব্যাপারটি এর চেয়েও ভয়ানক। কারণ, আন্তর্জাতিক অঙ্গনেও এটা সত্য। ট্রাম্প সবসময় মার্কিন জনগণের বিরুদ্ধে তার অপরাধ আক্রমণ ধামাচাপা দেয়ার চেষ্টা করে আসছেন। এখন তিনি তার কাজের জন্য ‘বলির পাঠা’ খোঁজা চেষ্টা করছেন। চমস্কি বলেন, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্তে ইয়েমেন ও আফ্রিকা মহাদেশজুড়ে অসংখ্য মানুষ মারা যাবে। গার্ডিয়ান।



 

Show all comments
  • jack ali ১২ মে, ২০২০, ১১:৫৮ এএম says : 0
    May Allah [SWT] wipe out Trump and his associates by corona virus. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ