Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার মধ্যেই রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৭:৫০ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৯ জন। সোমবার (১১ মে) রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এ খবর জানায়।
রোববার গভীর রাতে মস্কোর ক্রানোগোস্ক শহরে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। মস্কো অঞ্চলের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে আগুন লাগার সময় ৩৭ জন অবস্থান করছিলেন। এর মধ্যে ৮ জন কর্মী ছিলেন।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি খতিয়ে দেখবে দুর্ঘটনাস্থলে কোনো অবহেলা বা নিরাপত্তা সামগ্রীর ঘাটতি ছিল কিনা। বলা হচ্ছে, বাড়ির মালিক যথাযথ অনুমোদন ছাড়াই এই আশ্রমটি চালু করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ