প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর শিঘ্রই দেশে ফিরতে পারেন। প্রায় ৮ মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। এখন শরীর আগের চেয়ে অনেকটাই সুস্থ। গত মার্চের শেষ সপ্তাহেই তার দেশে ফেরার কথা ছিল। তবে করোনার কারণে এ আসা পিছিয়ে যায়। এদিকে বিশেষ ফ্লাইটে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনছে সরকার। অ্যান্ড্রু কিশোর কী এমন কোনো ফ্লাইটে ফিরবেন? এমন প্রশ্নের জবাবে তার পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয় যিনি অ্যান্ড্রু কিশোরের চিকিৎসক তিনি জানিয়েছেন, এখন অ্যান্ড্রু কিশোর অনেকটাই সুস্থ। চাইলে এখন দেশেও ফিরে যেতে পারেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকআপের জন্য আসতে হবে তাকে। চিকিৎসকের এমন গ্রীন সিগন্যালে অ্যান্ড্রু দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শিগগিরই তিনি দেশে ফিরবেন। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।