Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটালে জিতেন্দ্র’র অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

কন্যা একতা কাপুর প্রযোজিত ‘বারিষ’-এর দ্বিতীয় মৌসুম দিয়ে ডিজিটাল মাধ্যমে অতীত দিনের অভিনেতা জিতেন্দ্র’র ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে। তিনি জানিয়েছেন সিরিজে তার চরিত্রের স্থায়িত্ব স্বল্প হলেও দর্শকদের পছন্দ হবে। ৭৮ বছর বয়সী অভিনেতাটি জিতুজি গান্ধির ভূমিকায় অভিনয় করবেন যে একজন হীরা ব্যবসায়ী, একজন পাকা জহুরি হিসেবে সে মানুষও চেনে। জিতুজি অনুজ (শরমন জোশি) আর গৌরবীর (আশা নেগি) মাঝে দূতের কাজ করবে যে তাদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে দেবার চেষ্টা করবে। “অসাধারণ লাগছে ‘বারিষ’-এর মত একটি সিরিজ দিয়ে পর্দায় ফিরতে, শেষ পর্যন্ত ডিজিটালে কাজ করতে আমি রাজি হয়ে গেলাম আগামী মৌসুমের জন্য। শিল্পী আর কুশলীরা খুব বন্ধুত্বপূর্ণ আমার প্রতি সবার ভালবাসা দেখে ভাল লাগছে,” জিতেন্দ্র বলেন। “জিতুজির ভূমিকায় অভিনয় করতে ভাল লাগছে, তার নীতি খুব পরিচিত। আমার ভক্তরা আমার চরিত্রের ভিন্ন ভিন্ন দিক দেখতে পাবে, যে অনুজ আর গৌরবীকে মিলিয়ে দেবার চেষ্টা করে, আমার বিশ্বাস আমার ছোট উপস্থিতি দর্শকদের ভাল লাগবে,” তিনি আরও বলেন। ‘বারিষ’-এ আরও অভিনয় করেছেন প্রিয়া ব্যানার্জি, বিক্রম চৌহান, অভিষেক ভার্মা, অনুজ দুহান, শুভাঙ্গী রাটকার, বেনাফ পাটেল এবং সাহিল শ্রফ। ‘বারিষ সিজন টু’ অল্ট বালাজি ও জিফাইভে স্ট্রিম হবে অচিরেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ