Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক হাজার তালেবান মুক্তি দিল আফগান সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৫:৫৯ পিএম

আফগান সরকার জানিয়েছে, তালেবান ও আমেরিকার মধ্যে হওয়া শান্তি চুক্তির আওতায় এ পর্যন্ত এক হাজার তালেবান সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। তাই তালেবানের উচিত তাদের লোকজনকে মুক্তি দেয়া এবং স্থবির হয়ে পড়া আফগান সরকার-তালেবানের মধ্যে সংলাপ শুরু করা।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা এনএসসি’র দফতর এক টুইটার বার্তায় তালেবান বন্দিদের মুক্তির বিষয়টি জানানো হয়।
টুইটে বলা হয়, "আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার যথাযথ পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি দেশে করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ দিতে প্রেসিডেন্ট আশরাফ গণির নির্দেশে তালেবান বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।"
এনএসসি আরো বলেছে, কাবুল সরকার জোর প্রত্যাশা করছে যে এর বিনিময়ে তালেবানও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী বা এএনডিএসএফ’র সদস্যদের অবিলম্বে মুক্তি দেবে এবং আন্তঃআফগান সংলাপের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে।
এ ক্ষেত্রে কোনোরকম বিলম্ব করা হবে ´অগ্রহণযোগ্য´ উল্লেখ করে আরো পাঁচশো তালেবান বন্দিকে আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে এনএসসি।
অন্যদিকে, তালেবান বলছে ৫ হাজার বন্দিকে মুক্তি দিলেই শুধুমাত্র তারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ