Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে নারী চিকিৎসক ও একই পরিবারের ৬জন সহ১২ জনের করোনা পজেটিভ

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১:৫২ পিএম

নীলফামারীতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। এক নারী চিকিৎসক ও একই পরিবারের ৬ জন সদস্য সহ নতুন করে আরো ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫২ জনে।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি রবিবার রাত ৯টার দিকে নিশ্চিত করে জানান দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক(২৫) নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে তার নমুনায় পজেটিভ হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজন (২৫) পুনরায় পজেটিভ হয়েছে।
নতুন পজেটিভ ১২ জনের মধ্যে জেলা সদরে একই পরিবারের ৬জনসহ ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুর ৫ মাসের শিশু ও তার মা সহ ২ জন ও ডিমলায় ১ জন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ