Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১০:৩০ এএম

গতকাল রবিবার রাত ৮টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করে।
এদের মধ্যে একজন দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ল্যাব টেকনিশিয়ান কামরুজ্জামান মজনু (৪২) যিনি পরিবার নিয়ে ভোলা সদরে থাকেন, একজন লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের ২২ বছরের নারী ও একজন চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের ২০ বছরের যুবক।
এ নিয়ে ভোলায় ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তবে ৫ জন সুস্থ হয়েছেন।
ভোলায় নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জনের বসবাস ভোলা সদরে। শহরের টাউনস্কুল খেলার মাঠ সংলগ্ন বাড়ি এবং ভোলা আলিয়া মাদ্রাসা সড়কের বাড়ি লকডাউন। নিশ্চিত করেছেন সদর থানার ওসি এনায়েত হোসেন।
সিভিল সার্জন রতন কুমার ঢালী আরো জানান, ভোলা থেকে এ পর্যন্ত ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ