Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লাজমা দান করলেন

আউটলুক ইন্ডিয়া | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০২ এএম

বলিউডের প্রখ্যাত প্রযোজক করিম মোরানির মেয়ে এবং অভিনেত্রী জোয়া মোরানি করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির জন্যে রক্ত দান করেছেন। গত শনিবার মুম্বাইয়ের নায়ার হাসপাতালে জোয়া রক্ত দান করেন জোয়া।
জোয়া মোরানি সেই মুহূর্তের ছবিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যাতে তার মতোই আর পাঁচজন করোনামুক্ত ব্যক্তিরা মানুষের স্বার্থে এগিয়ে আসেন।
মারণ ভাইরাস করোনার কোনও ভ্যাকসিন-ওষুধ নেই। তবুও চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে সারিয়ে তুলছেন মানুষদের। এই করোনা যোদ্ধারাই কিন্তু পারেন আরেক করোনা আক্রান্ত রোগীকে সাহায্য করতে। কিংবা নিজেদের রক্তদান করে এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসকদের দিকে সাহায্যের হাত বাড়াতে।

সাধারণ মানুষের স্বার্থে সেই সিদ্ধান্তই নিয়েছিলেন বলিউডের খ্যাতনামা মোরানি পরিবারের তিন সদস্য। মোরানি-কন্যা জোয়া কথা দিয়েছিলেন করোনামুক্ত হওয়ার পর প্লাজমা দান করবেন। সুস্থ হওয়ার পর নিজে হাসপাতালে গিয়ে করোনা আক্রান্তদের স্বার্থে প্লাজমা দান করার মাধ্যমে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। প্লাজমা দানের পর জোয়াকে একটি সার্টিফিকেট এবং তার সঙ্গে ৫০০ টাকাও দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ