Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাবাদ ইরাকের প্রধানমন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আর্থ-রাজনীতিসহ সব ক্ষেত্রেই এ ধরণের সম্পর্ক চান তিনি। শনিবার বাগদাদে প্রধানমন্ত্রীর প্রাসাদে ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাককে সন্ত্রাসীদের ঘাঁটি বা ক্রসিং পয়েন্ট হতে দেয়া হবে না। একইভাবে কেউ ইরাকি ভূখন্ডকে কোনো দেশে হামলা বা অন্যদের হিসাব-নিকাশ চুকানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। মোস্তফা আল-কাজেমি আরও বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ইসলামি ইরানের পাশাপাশি সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাগদাদ। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ