Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি রেফারি বাবুর জার্সি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৫:৫৪ পিএম

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় নিলামে তোলা হয় বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুর একটি ঐতিহাসিক জার্সি। তার এই জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। স্থানীয় প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন শনিবার রাতে আয়োজন করে এই নিলামের।

নিলামে সরাসরি অংশ নেন ফুটবলার মরহুম মোনেম মুন্নার স্ত্রী সুরভি মোনেম, রেফারি তৈয়ব হাসান বাবু। সঙ্গে লাইভ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু ও হায়সার হামিদ।

দেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ২০১৩ সালে নেপালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচালনা করেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তিনি সেই ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলেন করোনাভাইরাস আতঙ্কে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য। যার দাম আগেই ৫ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত বলে রেখেছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নাসিম ফারুক খান মিঠু। শেষ পর্যন্ত তিনিই এই দামে জার্সিটি কিনে নেন।

করোনা দুর্গতদের আর্থিক সহায়তার জন্যই রেফারি বাবু তার ঐতিহাসিক জার্সিটি নিলামে বিক্রি করে দেন। এ প্রসঙ্গে তৈয়ব হাসান বাবু বলেন,‘করোনাভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের সব জায়গার মানুষ অসহায় হয়ে পড়েছেন। এই ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের জন্য মানুষ এখন ঘরবন্দী। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষরা। আমার জার্সি বিক্রির টাকা আমি তাদের পেছনেই খরচ করবো। মধ্যবিত্ত শ্রেণীর যারা সত্যিকার অর্থে অসহায় তারা অনেক সময় মুখে কিছু বলতে পারেন না। আমি তাদের খুঁজে বের সহযোগিতা করবো।’

একই সঙ্গে নিলামে ওঠে প্রয়াত ফুটবলার, ‘কিংব্যাক’ খ্যাত মোনেম মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী ২ নম্বর লেখা জার্সিটি। যে জার্সি পরে তিনি খেলেছিলেন। জাতীয় দলের সেই জার্সিটি নিলামে বিক্রি হলো ৩ লাখ টাকায়। সঙ্গে এক ভক্ত, নিলামের লাইভেই মুন্নার আবাহনীতে খেলা আরেকটি জার্সি কিনে নেন ২ লাখ ১০ হাজার টাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ