Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুনে আরও ৮০টি ফ্লাইট শুরু করবে লুফথানসা

রয়টার্স | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

জার্মান পতাকাবাহী বিমান সংস্থা লুফথানসা শুক্রবার বলেছে, করোনাভাইরাস মহামারীর কারণে সংস্থাটি তার বিশাল বহরটির বেশিরভাগ গ্রাউন্ডেড করে রাখার পর জুনে ফের আরও ৮০টি ফ্লাইট শুরু করবে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এবং অস্ট্রিয়ান এয়ারলাইনসের সমন্বিত গ্রুপটি বলছে, জার্মানি এবং অন্যান্য দেশগুলিতে নিষেধাজ্ঞা শিথিল করার পর ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদায় তারা সাড়া দিচ্ছে।

এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হ্যারি হোমিস্টার জানিয়েছেন, ‘আমরা আবারও ভ্রমণ করার জন্য মানুষের মধ্যে একটি মহৎ আকাক্সক্ষা এবং আকুলতা অনুভব করি। হোটেল এবং রেস্তোরাঁগুলি ধীরে ধীরে খোলা হচ্ছে এবং বন্ধু ও পরিবারের সাথে দেখা করার ক্ষেত্রে আবারও অনুমতি দেয়া হচ্ছে’। জুনে আবারও ফ্লাইট শুরু করা ৮০টি বিমান লুফথানসা গ্রুপের মোট বিমানের সংখ্যা ১৬০-এ পৌঁছে দেবে। ২০১৯ সালের শেষে এই গোষ্ঠীর একটি বহর ছিল ৭৬৩ বিমানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ