Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আম পাড়া নিয়ে কৃষক খুন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

মাগুরার মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে প্রতিপক্ষের লাঠিপেটায় আ. রহিম শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয় বলে জানা যায়। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসি জানান, ঘটনার দিন সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আ. রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুই নারী নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়। এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়। রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা লাঠিপেটা শুরু করে। এতে আ. রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রসুল তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক-খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ