Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ টেলিফিল্ম জেসমিন ও তার একগুচ্ছ ফুল

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেনÑ অপি করিম, ইন্তেখাব দিনার, অহনা, সাবিহা জাহান, হারুন, রিপন প্রমুখ। ‘অনেকটা ঘোলাটে.. আবছায়া ঝিরঝির স্বপ্ন...তেমন কিছুই বোঝা যায় না....একটা রাস্তা...ট্রাফিক সিগন্যাল...মানুষের কোলাহোলÑ এতকিছু ভেদ করে লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে মিসিসিপি। মিসিসিপি আমাদের দেশের বিখ্যাত নায়িকা। একা একটা এপার্টমেন্টে থাকে, প্রায় সময় এমন ঘোলাটে স্বপ্ন দেখে। একটা সময় সে খেয়াল করে সে যেখানেই যায়, সেখানে একটা বাচ্চা মেয়ে তাকে ফলো করে। সে অসম্ভব ভয় পায়...অথচ অন্য কেউ দেখে না.. মিসিসিপির কবি বন্ধু সূর্যকে সব খুলে বললে সেও অবাক হয়। মিসিসিপির পাশে দাঁড়ায়, সাইক্রিয়াটিস্ট দেখানো হয়। কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। দিন দিন বাচ্চাকে সে আরো বেশি দেখতে থাকে। মিসিসিপির জীবন শেষ করে ফেলার উপক্রম হয়, সে এখন পাগলপ্রায়। একদিন হঠাৎ মিসিসিপি সেই বাচ্চাটার মুখোমুখি হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ টেলিফিল্ম জেসমিন ও তার একগুচ্ছ ফুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ