মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা ও আরোপিত নিয়ন্ত্রণের প্রতিবাদে মধ্য ইউরোপের দেশ স্লােভেনিয়ায় সাইকেল বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এপ্রিলে ফেস মাস্ক ও ভেন্টিলেটর কেনার ক্ষেত্রে দুর্নীতির ঘটনা মিডিয়ায় ফাঁস হওয়ার পর সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে শুক্রবার রাজধানী লুবলিয়ানায় এই প্রতিবাদ কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে। তবে সরকার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছে। গত মাসে সম্প্রচার মাধ্যম টিভি স্লােভেনিয়ার প্রতিবেদনে মাস্ক ও ভেন্টিলেটর ক্রয়ে দুর্নীতির তথ্যে উঠে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার সাইকেল আরোহী সরকারের বিরুদ্ধে ‘চোর’ ‘চোর’ বলে শ্লোগান দিতে থাকে। নাগরিক অধিকার আন্দোলনের কর্মীদের ডাকা এই বিক্ষোভ ছিল সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবথেকে বড় প্রতিবাদী কর্মসূচি। বিক্ষুব্ধরা সরকারের বিরুদ্ধে শ্রমিকদের সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।