মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘আমি শুধু ভাবি হাতের টাকা শেষ হয়ে গেলে কি করব? আমার স্বামীর চিকিৎসা খরচ কি দিয়ে চালাব, আর অন্যান্য খরচ তো আছেই। খুবই দুশ্চিন্তায় আছি। চিন্তায় রাতে ঘুম হয়না না। শুধু ভাবছি কি করব? টাকা ছাড়া সামনের দিনগুলো কি করে কাটাব?’ কথাগুলো বলছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাডসনের অধিবাসী রিতা ত্রিভেদি। করোনায় চাকরি হারিয়েছেন এ নারী। অন্য কোন অবলাম্বন না থাকায় এখন বেকারভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। শ্রমসংস্থা জানায়, করোনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ দিকে সাত সপ্তাহ লকডাউনের পর দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া সবুজ সংকেত দিয়েছে তারা শিল্প কারখানা খুলে দিচ্ছে। অনেকেই মনে করছেন অর্থনীতি বাঁচাতে হলে একে একে লকডাউন খুলে দিতে হবে। তা না হলে আরো কত মানুষ চাকরিহীন হবে তার শেষ নেই। করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৭ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার জন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।