Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চিন্তায় রাতে ঘুম হয় না, ভাবছি কী করব’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

‘আমি শুধু ভাবি হাতের টাকা শেষ হয়ে গেলে কি করব? আমার স্বামীর চিকিৎসা খরচ কি দিয়ে চালাব, আর অন্যান্য খরচ তো আছেই। খুবই দুশ্চিন্তায় আছি। চিন্তায় রাতে ঘুম হয়না না। শুধু ভাবছি কি করব? টাকা ছাড়া সামনের দিনগুলো কি করে কাটাব?’ কথাগুলো বলছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাডসনের অধিবাসী রিতা ত্রিভেদি। করোনায় চাকরি হারিয়েছেন এ নারী। অন্য কোন অবলাম্বন না থাকায় এখন বেকারভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন। শ্রমসংস্থা জানায়, করোনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ দিকে সাত সপ্তাহ লকডাউনের পর দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া সবুজ সংকেত দিয়েছে তারা শিল্প কারখানা খুলে দিচ্ছে। অনেকেই মনে করছেন অর্থনীতি বাঁচাতে হলে একে একে লকডাউন খুলে দিতে হবে। তা না হলে আরো কত মানুষ চাকরিহীন হবে তার শেষ নেই। করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৭ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার জন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ