Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

 

বেড়েছে ৬৪ শতাংশ
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) জানিয়েছে, গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর বন উজাড় হয়েছে অন্তত ৬৪ শতাংশ বেড়েছে। আর মহামারি শুরুর পর ২০২০ সালের প্রথম চার মাসে অবৈধ কাঠ পাচার বেড়েছে অন্তত ৫৫ শতাংশ। এ বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে বন নিশ্চিহ্ন হয়েছে অন্তত ১ হাজার ২০২ বর্গ কিলামিটার। রয়টার্স।


কড়াকড়ি আরোপ
ইনকিলাব ডেস্ক : চীনা সাংবাদিকদের জন্য নতুন ভিসা নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার। নির্দেশনায় চীনা সাংবাদিকদের জন্য ভিসার নীতিমালা কঠোর করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, চীনে মার্কিন সাংবাদিকদের সঙ্গে আচরণের পাল্টা পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। রয়টার্স।


দ্বিতীয় সর্বোচ্চ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের কারণে লকডাউনে কানাডাতেও বেকার মানুষের সংখ্যা বেড়ে চলেছে। এপ্রিলে অন্তত ২০ লাখ কানাডিয়ান তাদের চাকরি হারিয়েছে। লকডাউনের শুরুতে মার্চজুড়ে আরো ১০ লাখ মানুষ বেকার হয়েছে। কানাডার বেকারত্বের হার বেড়েছে ১৩ শতাংশ, দেশের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। রয়টার্স।


আফগান স্বাস্থ্যমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে যে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। হিন্দুস্তান টাইমস।


চার মাসের মধ্যেই
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মধ্যে বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার প্রক্রিয়া ও রায় ঘোষণার জন্য লখনৌর বিশেষ সিবিআই আদালতকে চার মাস সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ দেন। এতে বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে লালকৃষ্ণ আদভানী, মুরলি মনোহর জোশী, ঊমা ভারতীসহ অন্যদের বিরুদ্ধে চলা মামলার বিচারপর্ব ও রায়দান শেষ করতে হবে। দ্য হিন্দু।


ইরাকের অর্থনীতি
ইনকিলাব ডেস্ক : জ্বালানি তেলের বাজারে ধস আর করোনাভাইরাস লকডাউনের কারণে বিপর্যস্ত ইরাকের অর্থনীতি। বছর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে জীবিকা নির্বাহের যুদ্ধ অস্থির করে তুলেছে দেশের সাধারণ মানুষকে। জ্বালানি তেলখাত থেকে এবার ২শ’ কোটি ডলারের আয় থেকে বঞ্চিত হবে দেশটির সরকার। ওয়েবসাইট।


টোটাল কারফিউ
ইনকিলাব ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ থামাতে ১০ মে থেকে ৩০ মে পর্যন্ত ‘টোটাল কারফিউ’ জারি করছে কুয়েত। শুক্রবার দেশটির তথ্য মন্ত্রণালয় থেকে এক টুইটে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, রোববার বিকাল ৪টা থেকে ৩০শে মে পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেয়ার কথা রয়েছে। অনলাইন আরব নিউজ।


উপেক্ষা করেই
ইনকিলাব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা উপেক্ষা করেই আফ্রিকার দেশগুলোতে মাদাগাস্কারের দাবিকৃত ‘করোনারোধী ভেষজ পানীয়’ ব্যবহার শুরু হয়েছে। ইতোমধ্যেই তানজানিয়া, সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো, লাইবেরিয়া, গিনি-বিসাউ প্রভৃতি দেশে বিনামূল্যেই হাজার হাজার বোতল পানীয় পাঠিয়েছে মাদাগাস্কার। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ