Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সপ্তাহের কম সময়ে মুকেশ আম্বানির আয় ৮ বিলিয়ন ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৬:০৭ পিএম | আপডেট : ৮:৫০ পিএম, ৯ মে, ২০২০

এশিয়ার শীর্ষ ধনকুবের ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির সময় করোনাকালে ভালই যাচ্ছে। ইউএস টেক ফান্ড ভিস্তা ইকুইটি পার্টনার্স রিলায়েন্সের জিও’র ২.৩ শতাংশ শেয়ার দেড় বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে। আর গত তিন সপ্তাহেরও কম সময়ে আয় বেড়েছে ৮ বিলিয়ন ডলার। ফোর্বস
জানা যায়, আড়াই সপ্তাহে এ নিয়ে জিও তিনটি বড় ধরনের বিনিয়োগ পেল যার ফলে কোম্পানিটির ১৩.৫ শতাংশ শেয়ার বিক্রিতে আয় হয়েছে ৮ বিলিয়ন ডলার। গত ২২ এপ্রিল ফেসবুক জিও’র ১০ শতাংশ শেয়ার কিনে নেয় ৫.৭ বিলিয়ন ডলারে। এ সপ্তাহের শুরুতে ক্যালিফোর্নিয়ার ইকুইটি ফার্ম সিলভার লেক পার্টনার্স জিও’র ১ শতাংশ শেয়ার কিনে নেয় ৭৪৮ মিলিয়ন ডলারে। এখন মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৬ বিলিয়ন ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ