Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:৪৭ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌরসদরে মাস্টার হাসপাতালের এক কর্মীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের মালিক পক্ষ। পরে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।
হাসপাতালের মালিক লুৎফর রহমান বলেন, কিছুদিন আগে উপজেলার ধীতপুর ইউনিয়নের এক নারী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ওই সময় তিনি চিকিৎসকের কাছে তাঁর রোগের উপসর্গ গোপন করেছিলেন। কিন্তু চিকিৎসক তাকে দেখার পর করোনার সন্দেহ হয়। পরে তাকে সরকারি হাসপাতালে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার পরামর্শ দেন। এরপর ওই দিনই এই রোগীর নমুনা সংগ্রহ ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানোর পর রাতের বেলায় জানা যায়,ওই নারীর করোনা পজেটিভ। এরপর মাস্টার হাসপাতালে ওই রোগীর সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার একজনের শরীরে করোনা পজেটিভ জানা যায়। তাঁর কোন উপসর্গ নেই। সে মাস্টার হাসপাতালেই আইসোলেশনে রয়েছে।এখানে থাকা- খাওয়ার ব্যবস্থা রয়েছে। বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। নিজ দায়িত্বেই আমরা হাসপাতালটি লকডাউন করে দিয়েছি।
এ বিষয়ে কথা বলার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের মোবাইলে কল দিলেও তারা রিসিভ করেননি।পরে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন,মাস্টার হাসপাতালের এক কর্মী করোনা শনাক্তের পর হাসপাতালটি লকডাউন করা হয়েছে। করোনার রোগী ওই হাসপাতালেই আইসোলেশনে থাকবেন। এই স্বাস্থ্য কর্মীসহ উপজেলায় মোট ছয়জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।বাকি চারজন নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।তাদের মধ্যে পোশাক কারখানা শ্রমিকের এক দম্পতি রয়েছে।অপর দুইজন গৃহিণী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ