Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীতে বখাটের কিল ঘুষিতে স্কুল ছাত্রী নিহত

মহেশখালী সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১০:১২ এএম

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি বুদার পাড়া এলাকায় এক বখাটের কিল-ঘুষি ও লাথির আঘাতে নাছিম আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত স্কুল ছাত্রী বুদার পাড়া গ্রামের মোহাম্মদের মেয়ে। সে স্থানীয়
শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী । ৭ মে (শুক্রবার) রাত ৯ টার সময় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুল ছাত্রীর বাড়ী পাশে কিছু ঝুঁপড়ি দোকান রয়েছে। একটি দোকানে কেরাম খেলাতে মেতে উঠছিল একদল বখাটে যুবক। মেয়েটির মা বাড়ীর রান্না-বান্না শেষে ময়লা পানি ফেলে দিলে ভুলবশত খেলতে থাকা স্থানিয় কবিরের পুত্র মোহাম্মদ কাউছারের শরীরে সামান্য পরিমান পানি ছিটকে পড়ে।

এতে সে অকথ্য ভাষায় গালি-গালাজ করে নিহত মেয়েটি মাকে। তখন মেয়েটি গালি না দিতে বলায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে কাউছার স্কুল নাছিমাকে কিলঘুষি ও লাথি মারতে থাকে। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও ওসি তদন্ত বাবুল আজাদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

Show all comments
  • মোঃ আনোয়ার ইসলাম হিরু ১০ মে, ২০২০, ১২:০২ এএম says : 0
    অভিল্মবে বখাটে যুবকের শাস্তি দাবি করছি
    Total Reply(0) Reply
  • Md Salman ১০ মে, ২০২০, ১১:২২ এএম says : 0
    কোন বখাটে ছেলে যেন এই রকম দুর ব্যবহার করার সাহস না পায়, সেজন্য মৃত্যুদন্ড দেওয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল ছাত্রী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ