বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ২৪ ঘন্টায় পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৫৬ পিস ইয়াবাসহ ৬৮ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে জিআর মূলে ১০ জন, সিআর মূলে ১৫ জন ও সাজাপ্রাপ্ত ২ জন আসামি রয়েছে।
রোগীর প্রতি অবহেলা এক ধরনের অপরাধ -ভিসি ডা. কামরুল হাসান খান
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেছেন, রোগীর প্রতি অবহেলা এক ধরনের অপরাধ। গতকাল বিএসএমএমইউতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহকারী অধ্যাপকদের তিন দিনব্যাপী প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী দিনে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএসএমএমইউর চিকিৎসাসেবার প্রতি রোগীদের আস্থা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যক্তি স্বার্থের পরিবর্তে নিজ নিজ আত্মমর্যাদা ও সম্মানকে উপলব্ধি করে চিকিৎসকসহ সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনীয় আইন, নিয়ম কানুন জেনে তা মেনে চলা সকলেরই দায়িত্ব ও কর্তব্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এএসএম জাকারিয়া (স্বপন) ও পরিচালক (মানবসম্পদ) ডা. মো. জামাল উদ্দিন খলিফা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।