পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল শুক্রবার তিনজনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে দু’জন পুরুষের এবং এক নারী করোনার উপসর্গ নিয়ে । ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে শুক্রবার বিকাল ৫ টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৪৯জনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ শুক্রবার বলেন, তাদের মধ্যে দুইজনের শরীরে করোনার পজেটিভ এসেছে। অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন ওই লাশ তাদের আত্মীয় -স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে মারা গেছেন সেই সব লাশ পর্যায়ক্রমে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।