Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার দেখা মিলেছে

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৩ এএম

এবার কালো চিতাবাঘের (ব্ল্যাক প্যান্থার)। দেখা মিলেছে ভারতের দক্ষিণ গোয়ার নেত্রাভালি অভয়ারণ্যে। এই প্রথমবার সেখানে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গেল। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইট করে ব্ল্যাক প্যান্থারের দেখা মেলার খবর জানান। তার এই টুইট ঘিরে পশুপ্রেমীদের মধ্যে বইছে খুশির হাওয়া।
গত বুধবার প্রমোদ সাওয়ান্ত টুইটে লেখেন, ‘নেত্রাভালি অভয়ারণ্যে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি।’ টুইটটি পশুপ্রেমী মহলে ভাইরাল হয়ে যায়। সকলেই বেজায় খুশি।
ব্ল্যাক প্যান্থারকে মেলানিস্টিক লেপার্ডও বলা হয়। বিশেষ দেখা যায় না তাকে। গায়ের রংয়ের কারণে খুব সহজেই জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকতে পারে এই প্রাণীটি। পাশাপাশি খুব সহজে জঙ্গলে তাকে খুঁজে পাওয়া যায় না।
এক বন কর্মকর্তা জানান, নেত্রাভালি অভয়ারণ্যে বাঘ দেখা যায়। তবে ব্ল্যাক প্যান্থার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার ঘটনা একেবারেই নতুন। একটি নাকি আরও ব্ল্যাক প্যান্থার এই জঙ্গলে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে নেটদুনিয়ায় নেত্রাভালি অভয়ারণ্যের ব্ল্যাক প্যান্থারকে নিয়ে চলছে জোর আলোচনা। জাঙ্গল বুকের ‘বাঘিরা’র কথা তুলে টুইট করেছেন অনেকেই।



 

Show all comments
  • Kalyan K Mitra ৯ মে, ২০২০, ১:১৩ এএম says : 0
    মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইট করে ব্ল্যাক প্যান্থারের দেখা মেলার খবর জানান।বাংলায় যে কত ব্ল্যাক প্যান্থার ঘুরে বেড়াচ্ছে সাথে ওই হুইল্যা বারাসতে আর হনুমানও আছে সাথে বাদরও এখন ওরা জঙ্গল থেকে বাড়িতে আশ্রয় নিয়েছে করোনার ভয়ে I
    Total Reply(0) Reply
  • বাবু ঘোষ ৯ মে, ২০২০, ১:১৩ এএম says : 0
    মনে হচ্ছে আর কিছুদিন লকডাউন চললে ডাইনোসর দেখা যাবে।
    Total Reply(0) Reply
  • মেহেদী ৯ মে, ২০২০, ১:১৪ এএম says : 0
    সবজায়গা জনমানবশূন্য হওয়ায় পশু প্রাণীরা এখন স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। খুবই ভালো খবর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ