Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুপচাঁচিয়ায় বগুড়া সেনানিবাসের ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসা সহায়তা

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার গুনাহার ইউনিয়নের উনাহত-সিংড়া উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া সেনানিবাস হতে আগত ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক এলাকার প্রায় ৩ হাজার গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, বগুড়া সোনানিবাস থেকে আগত ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: মোসফেকুর রহমানের নির্দেশক্রমে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক গত ৩ দিন যাবৎ প্রতিদিন গড়ে ৮শ’ থেকে ১ হাজার স্থানীয় গরিব, অসহায় ও দুস্থ রোগীদের মধ্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। সেনাবাহিনী কর্তৃক ওই চিকিৎসা সহায়তা কেন্দ্রে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক ডা: লে. কর্নেল আনোয়ারুল হক, ডা: ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান ও ডা: ক্যাপ্টেন আশরাফিয়া আক্তার উপস্থিত রোগীদের মধ্যে চিকিৎসাসবা প্রদান করেন।       





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপচাঁচিয়ায় বগুড়া সেনানিবাসের ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসা সহায়তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ