Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অক্টোবরেই ছড়ায় করোনা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের একটি প্রাণীবাজার থেকে প্রথমবার করোনাভাইরাস মানবদেহে সংক্রমিত হয়েছিল বলে এতদিন জানানো হয়েছে। তবে, নতুন এক গবেষণায় বলা হচ্ছে, ডিসেম্বরের আরও দুইমাস আগেই মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ইনফেকশন, জেনেটিকস অ্যান্ড ইভল্যুশনের প্রকাশিতব্য আগামী সংখ্যায় একটি আর্টিকেল অবমুক্ত করা হয়েছে গত মঙ্গলবার। এতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী সার্স-কোভ-২ গত ৬ অক্টোবর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে কোনও এক সময়ে প্রথমবার মানবদেহে সংক্রমিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত সাত হাজারের বেশি জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব রিইউনিয়ন আইল্যান্ডের গবেষকরা। পাশাপাাশি, করোনাভাইরাসের বড় ধরনের রূপান্তরও (মিউটেশন) শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। গবেষণায় ভাইরাসটির রূপান্তর ও বিবর্তনীয় পর্যায়ের ভিন্নতা থাকলেও গবেষকরা এর সর্বশেষ সাধারণ পূর্বপুরুষ (এমআরসিএ) নির্ধারণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ তারা বৈশ্বিক স্বাস্থ্য সংকট শুরুর নতুন সময়ও অনুমান করতে পেরেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ