প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মৌসুমির নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র ভক্তদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। সানী বলেন, মৌসুমীর নামে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলাসহ একটা আইডি হ্যাক করে নিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন প্রতারকরা। আর ওই আইডিগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছেন তারা আমাকে ওই আইডিগুলোসহ অভিযোগ করছেন। তবে তারা যে আইডিগুলো আমাকে দিয়েছেন সবগুলোই ফেক, কিন্তু ওই আইডিগুলোর মাধ্যমে ভক্তদের কাছে মৌসুমী সেজে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ওমর সানী বলেন, এই সকল প্রতারকদের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তার ভক্তদের বলব আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না। যে আইডিগুলো আছে সেগুলো ভুয়া। তিনি জানান, করোনার মধ্যে ঈদকে সামনে রেখে প্রতারকরা মৌসুমীর নাম ব্যবহার করে ফাঁদ পেতেছে। এই ফাঁদে অনেকে পড়েছেন। তাই আমি জানাচ্ছি, মৌসুমীর আইডি ও পেজের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। তাই সবাইকে সাবধান করছি যেন প্রতারণার শিকার না হন। শিগগিরই ওইসকল ফেক আইডি ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।