Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবীন্দ্র জন্মজয়ন্তীতে অণিমা রায়ের আগুনের পরশমনি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৫ এএম

রবীন্দ্রনাথের জন্ম উপলক্ষে এ সংকট সময়ে অণিমা রায়-এর নতুন একটি রবীন্দ্রসঙ্গীত প্রকাশ করেছেন ইমপ্রেস অডিও। দেবজ্যোতি মিশ্র’র সঙ্গীতায়োজনে অণিমা রায়ের কন্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শিরোনাম ‘আগুনের পরশমনি’। অণিমা রায় বলেন, ‘আমার কাছে এই সংকট সময়ে গানটি একটা বোধের জায়গা তৈরি করে। সেই ভাবনা থেকেই রবীন্দ্রনাথের বিখ্যাত এই গানটিকে বেছে নেয়া।’ গানটির দৃশ্যায়নে সমসাময়িক হাহাকারকে প্রাধান্য দেয়া হয়েছে। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়ামিন ইলান। গানটি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ইমপ্রেস অডিও’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হবে। এছাড়া অণিমা রায় তার পরিচালিত সুরবিহার অনলাইন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিচালনা করেছেন। ‘হে নুতন’ শিরোনামের এই রবীন্দ্রসঙ্গীতের সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি সেলিব্রিটি সাউন্ডল্যাব এ রেকর্ড করা হয়েছে সম্প্রতি। অণিমা বলেন, ‘এটি একটি দারুণ কাজ হয়েছে বলে আমি মনে করি। আমার অনলাইন মিউজিক স্কুলের সকল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এই গানটি তৈরি করা। এখানে বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইংল্যান্ডসহ মোট ৬টি দেশের প্রায় অর্ধশত ছাত্রছাত্রী অংশ নিয়েছে। ‘হে নুতন’ গানটি রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে সুরবিহার মিউজিক ও আর্ট স্কুল’ এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবীন্দ্র-জন্মজয়ন্তী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ