Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচ্ছিন্নতাবাদী ৩ সংগঠনকে নিষিদ্ধ করলো পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৩:৩৭ পিএম

বিচ্ছিন্নতাবাদী ৩ সংগঠনকে নিষিদ্ধ করছে পাকিস্তান।পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকার প্রদেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘জয় সিন্ধু কওমি মাহজ’ (জেএসকিউএম) নামের একটি সংগঠনসহ আরও দুটি চরমপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দুটি সংগঠন হলো, সিন্ধু ইনকিলা আর্মি ও সিন্ধু লিবারেশন আর্মি।-ডেইলি জাং, ডন, সাফাকনা ডটকম

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ইআরএ এবং এসএলএ কর্তৃক সিন্ধু ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পেশ করে বলেছে, এই দুই সংগঠনের প্রতি জয় সিন্ধু কওমি মহজের সমর্থন রয়েছে। সূত্রের বরাতে ডেইলি জাংয়ের খবরে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী আইন Act 1997 ধারার আওতায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সূত্র জানিয়েছে যে, সংগঠনগুলো প্যাক প্রকল্পের জন্য বড় হুমকি ছিলো। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা বলেন, সংগঠনগুলোর অভিযানের যথেষ্ট প্রমাণ রয়েছে। পাকিস্তান সন্ত্রাসমুক্ত করতে কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ