Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় নতুন কোভিড-১৯ রোগী ছিলনা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১:৫৪ পিএম

দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন করে কোন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়নি। তবে গত ৪ মে রক্ত এবং নাক ও গলার লালা রস পরীক্ষায় একজনে রোগীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যার নাম শুক্রবারের তালিকায় যুক্ত হয়েছে। বরিশাল মহানগরীর বাংলাবাজার এলাকার ২৪ বছর বয়সী ঐ রোগীকে হোম আইসোলেশনে চিকিৎসকের পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার কাশির উপসর্গ রয়েছে। ঢাকায় তার রক্ত সহ এসব লালা রস পরিক্ষায় পজেটিভ ফল এসছে। এরফলে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৪ জন থাকছে। এরমধ্যে বরিশালে ৪৯, বরগুনাতে ৩৫, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠীতে ১৪, পিরোজপুরে ১১ এবং ভোলাতে ৫জন রোগীর চিকিৎসা চলছে ।

এসময়ে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জনের রক্তের নমুনা পরিক্ষায় কারো শরিরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি। এছাড়া ৫ জন রোগীর দ্বিতীয় ও তৃতীয় ফলোআপ পরিক্ষায়ও নেগেটিভ ফল পাওয়া গেছে। এসব রোগী সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকগন। সুস্থ্য হয় ওঠা রোগীদের মধ্যে ভারতের বিহারের দুজন রোগীও রয়েছে। যারা পটুাখালীতে আত্মীয়র বাড়ীতে বেড়াতে এসেছিল। যাদের একজনের বয়স ৭৮, অপরজনের ৬৫ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ