Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখান থানার ইন্সপেক্টর তদন্তসহ ৪ পুলিশের করোনা শনাক্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:৪৮ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের ৪ সদস্যসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে সিরাজদিখান থানার ইন্সপেক্টর তদন্তের করোনা শনাক্ত হয়। একই দিনে থানাটির ১ জন এসআই ও ১ জন এ এসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনষ্টেবল ও আরো এক ব্যক্তি করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাচঁজন।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, খুব সম্ভবত আক্রান্তদের কোন ভালো কোয়ার্টারে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ