পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদ কেনাবেচার যুক্তিতে মার্কেট, শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী হিসাবে আখ্যায়িত করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিংয়ে নেতৃবৃন্দ এ আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন, সামাজিক সংক্রমন শুরু হয়ে যাওয়ায় এবং দেশব্যাপী সংক্রমনের বিস্তার ঘটায় এখনি পরিস্থিতি নিয়ন্ত্রণেই বাইরে। লকডাউন শিথিল করে প্রায় সবকিছু খুলে দেয়ার ফলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের ঝ্ুঁকির মধ্যে পড়ে গেল। বাস্তবে হাট-বাজার-মার্কেট-শপিং কমপ্লেক্সসহ অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি অনুসরণ ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার কোন তোয়াক্কা নেই। গার্মেন্টস কারখানা থেকে শুরু করে কোথাও সরকার ঘোষিত ‘সীমিত’ পরিসীমার মধ্যে কেউ থাকছে না। গার্মেন্টসে ৩০ শতাংশ শ্রমিকের কাজের কথা বলা হলেও এখন প্রায় ১০০ ভাগ কারখানায় ৯০ শতাংশ শ্রমিক কাজ করছেন। যার ফলে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমনও দ্রুত ছড়িয়ে পড়ছে।
নেতৃবৃন্দ বলেন, মানুষের জীবিকার প্রশ্ন নিশ্চয় গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। ব্যবসায়ীদের মুনাফা ও সাময়িক অসুবিধার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে কোনভাবেই বিপদগ্রস্ত করা যাবে না।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনলাইন মিটিং এ অংশগ্রহণ করেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।