মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে জানিয়ে আরো কিছু বিধি শিথিলের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বুধবার এক ভিডিও কনফারেন্সে মার্কেল এ ঘোষণা দেন। তিনি বলেন, জার্মানি করোনাভাইরাস সংক্রমণের হার কমানো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে পৌঁছতে পেরেছে। ফলে সব দোকানপাট খুলে দেওয়া যায়। “আমি মনে করি আমরা অনেকটা নিশ্চিত করেই বলতে পারি যে, মহামারীর একেবারে প্রারম্ভিক ধাপটি আমরা পেরিয়ে এসেছি।” তবে এখনো সবাইকে খুব সতর্ক থাকতে হবে উল্লেখ করে ম্যার্কেল বলেন, এ মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া এখনও অনেক দ‚রের পথ। জার্মানিতে করোনাভাইরাসে ৭ হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেনের তুলনায় কম। ফলে অন্যান্য দেশের তুলনায় জার্মানির অবস্থা ভাল বলেই মনে করছেন সেখানকার রাজ্যের নেতারা। চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এরই মধ্যে ১৬ রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক দ‚রত্ব বিধি ৫ জুন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অর্থনীতি সচল করতে বেশকিছু বিধিনিষেধ তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে দোকান, বাজার খোলার ক্ষেত্রে প্রাথমিক বাধানিষেধ তুলে নেওয়া হচ্ছে। ডিডবিøউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।