মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উহান শহরের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে দাবি করেছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর কড়া সমালোচনা করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন মার্কিন নেতারা। চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, উহানের ভাইরাস গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তাৎপর্যপ‚র্ণ প্রমাণ রয়েছে তাদের কাছে। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘আমার বিশ্বাস এই বিষয়টি বিজ্ঞানী ও চিকিৎসা পেশাজীবীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। কারণ রাজনীতিবিদেরা নিজেদের অভ্যন্তরীণ স্বার্থে মিথ্যা বলে থাকে।’ তিনি বলেন, ‘মাইক পম্পেও বারবার একই কথা বলে যাচ্ছেন কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারছেন না। কিভাবে পারবেন? তার কাছে তো কোনও প্রমাণই নেই।’ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করেন নতুন করোনাভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।