মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাভানা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্কটের সময়ে কম্পানিগুলোকে সহায়তার জন্য দ্বিতীয় ধাপে অর্থনৈতিক এই জরুরি অবস্থা ঘোষণা করা হলো। কংগ্রেসে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রেসিডেন্ট ইভান ডিউক ৩০ দিনের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা জারির ব্যাপারে সমর্থন দিয়েছেন। জানা গেছে, ছোট ও মাঝারি ধরনের প্রতিষ্ঠানের আর্থিক সঙ্কটের বিষয়গুলো বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে অন্তত ৪০ শতাংশের বেতন প্রদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়া হতে পারে। এ বছরের শেষ পর্যন্ত সবার আয়কর মওকুফ করে দেওয়া হতে পারে। হাভানা টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।